জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ছেন কাদের সিদ্দিকী!

আগামী ৮ জুন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম দেবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। জোটের ৭ জন সংসদ সদস্য শপথ নেয়ার প্রতিবাদেই এই আল্টিমেটাম বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরে মতিঝিলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান কাদের সিদ্দিকী। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে ঐক্যফ্রন্টের মধ্যে থাকা অসঙ্গতি দূর না করলে জোট ছাড়বে তার দল।

নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয় কৃষক শ্রমিক জনতা লীগ। এদিকে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটেও ভাঙন শুরু হয়েছে। সম্প্রতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর