শিশু ধর্ষণচেষ্টায় গ্রেফতার আসামির মুক্তির দাবি

নড়াইলে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলাকে মিথ্যা দাবি করে গ্রেফতার শিশির সরকারের মুক্তির দাবি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নড়াইলে আদালত সড়কে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনগণের আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বাঁশগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মো. হারুন জমাদ্দার, আব্দুল ওহাবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় বলেন, ওই শিশুর মা টাকার জন্য তার সন্তানের ধর্ষণের ঘটনা সাজিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা। তাই আমরা শিশিরের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, সদর উপজেলার গোপালপুর গ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোমবার (৬ মে) রাতে ওই শিশুর বাবা সদর থানায় মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত শিশির সরকারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৭ মে) ওই শিশুর পরীক্ষা-নীরিক্ষা করানো হয়েছে। তদন্ত রিপোর্ট দু’একদিনের মধ্যে পাওয়া যাবে। তখনই বিস্তারিত বলা যাবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর