লক্ষ্মীপুরে রবীন্দ্র নাথের ১৫৮ তম জন্মবার্ষিকী পালন

“মানবিক বিশ্ব বির্নিমাণে রবীন্দ্রনাথ” এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী। সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহম্মদ, লক্ষ্মীপুর মহিলা সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুদার, অতিরিক্ত জেলা পুলিশ প্রঙ্কজ দেবনাথ।

এসময় বক্তারা রবীন্দ্রনাথের জীবনী তুলে ধরে বলেন রবীন্দ্র নাথ মানব জীবনে বাঙালী জাতির জন্য বহু কিছু করে গিয়েছেন। উচ্চবিত্তের মানুষ হয়েও মধ্যবিত্ত মানুষের সাথে উঠাবসা ছিলেন, রবীন্দ্র নাথ। তার গান, তার গল্প, কবিতার মাধ্যমে চিন্তাচেতনা ছিল অতুলনীয়। সুতারাং মানবিক বিশ্ব বির্নিমাণে রীবন্দ্র নাথের কোন বিকল্প নেই বলে বক্তব্য রাখেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিক রেদওয়ান আরমান, এনডিসি খবিরু আহসান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর