যশোরে তুলি হত্যার বিচার ও দুই শিশু সন্তানের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

যশোরের বাঘারপাড়ার পান্তাপাড়া গ্রামে গৃহবধূ জিনিয়া ইয়াসমিন তুলি হত্যার বিচার ও তুলির দুই শিশু পুত্র সন্তানের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করা হায়েছে।(মঙ্গলবারর ০৭ই মে)যশোর প্রেসক্লাবের সামনে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ঘণ্টা ব্যাপি মানববন্ধন হয়।

তুলির বাবার বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জের ঝনঝনিয়া ও নানার বাড়ি ঝিকরগাছার মোবারকপুরবাসী মানবন্ধন করেন। মানববন্ধনে জানানো হয়,তুলির স্বামী জুলফিকারের নির্দেশে দেবর শাহাবুদ্দিন তুলিকে কুপিয়ে হত্যা করে।হত্যার পরিকল্পনা করেন তার শাশুড়ি ফরিদা ও ননদ সুরাইয়া। অথচ পুলিশ শাহাবুদ্দিন ছাড়া অন্য আসামিদের এখনো পর্যন্ত আটক করতে পারেনি।

আসামিদের দ্রুত আটক করে ফাঁসির দাবির জানানো হয়।এছাড়া তুলির শ্বশুরবাড়ির লোকজন তার দুই শিশু পুত্র সন্তানকে জোর করে আটকে রেখেছে।তাদের নিরাপত্তার দাবি করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন তুলির বাবা শহিদুল ইসলাম, চাচা আব্দুল হানিফ ও আবুল কালাম,ভাই নুর মোহাম্মদ ও নুর আলম।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর