নওগাঁয় এসএসসি ফলাফলে মান্দায় কশব উচ্চ বিদ্যালয় প্রথম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) নওগাঁর মান্দা উপজেলায় ‘কশব উচ্চ বিদ্যালয়’ শতভাগ পাশ করে ৪৯ জন জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অর্জন করেছে।

শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে পাশ করায় এবং বিদ্যালয়টি প্রথম স্থান অর্জন করায় আনন্দিত ও পুলকিত অভিভাবকরা। এতো ভাল ফলাফল করায় শিক্ষকদের সাধুবাদ
জানিয়েছেন অভিভাবকরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ উপজেলা থেকে ৬৩টি স্কুল এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কশব উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করে প্রথম স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ১০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে।

এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫৮ জন, মানবিক থেকে ৩৭ জন এবং বাণিজ্য থেকে ৮ জন। আর জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ৪৯ জন। জানা গেছে, উপজেলা সদর থেকে পূর্বদিকে প্রায় ১৮ কিলোমিটার দূরে কশব ইউনিয়নের প্রত্যান্ত এলাকায় ‘কশব উচ্চ বিদ্যালয়’ টি অবস্থিত। নিভূত পল্লীতে গড়ে উঠা এ বিদ্যালয়টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী সরদার বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল করার একটাই কারণ, আমরা বিশেষ করে গ্রীষ্মকালিন ছুটি এবং রমজানের ছুটির সময়গুলোতে পাঠদান করে থাকি। শিক্ষকরা যত্নের সাথে শিক্ষার্থীদের পাঠদান করান।গতবার আমরা উপজেলায় দ্বিতীয় হয়েছিলাম। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি উপজেলা সদর থেকে অনেক দূরে প্রত্যান্ত এলাকায় অবস্থিত। আর প্রত্যান্ত এলাকা থেকে এতো সুন্দর ফলাফল করায় অভিনন্দন শিক্ষার্থীদের। সেই সাথে শিক্ষকদের ধন্যবাদ জানাই। কারণ ভাল ফলাফলের পেছনে শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর