গড়জরিপা ও গোশাইপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

শ্রীবরদী উপজেলার গড়জরিপা ও গোশাইপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে গড়জরিপা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বাজেট ঘোষনা অনুষ্ঠানে বালিয়াচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আব্দুর রহিম, গড়জরিপা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর, গোপালখিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন, আক্তারুজ্জামান প্রমুখ। চলতি অর্থ বছরের জন্য ১ কোটি, ১৯ লক্ষ ৩৬ হাজার ৫৬০ টাকা এবারের বাজেট ঘোষনা করা হয়েছে।

অপরদিকে সোমবার বিকালে গোশাইপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউ.পি চেয়ারম্যান এস.এম জুবায়েল হোসেন। এ সময় বাজেট ঘোষনা অনুষ্ঠানে ৩নং ওয়ার্ডের ইউ পি সদস্য আ: হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউ.পি সদস্য ওমর উদ্দিন, আ: রাজ্জাক, আ: করিম, মতিউর রহমান, সংরক্ষিত আসনের জাহানারা বেগম, ছালেহা খাতুন, বাদে ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: রাজ্জাক, ব্যবসায়ী সুমন মিয়া, আ: রেজ্জাক প্রিপ ট্রাস্ট এনজিওর সমন্বয়কারী সঞ্জীত, পিএফ চন্দ্রিমা প্রমুখ। চলতি অর্থ বছরের জন্য ১ কোটি, ৪ লক্ষ ৬২ হাজার ৬৪২ টাকা এবারের বাজেট ঘোষনা করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর