না’গঞ্জ কারাগারে করোনায় আক্রান্ত ৩৪ কারারক্ষী

নারায়ণগঞ্জ জেলা কারাগারের ৩৪ জন কারারক্ষী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন। আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার পর দুইবার তাদের করণা নেগেটিভ হয়েছে।

কারগারের জেল সুপার সুভাষ ঘোষ আজ মঙ্গলবার বিকালে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এই পর্যন্ত কারাগারে দায়িত্বরত ১১৭ জন কারারক্ষীর নমুনা পরীক্ষা করে ৩৪ জনের দেহে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

জেল সুপার জানান, আক্রান্ত ৩৪ জনের মাঝে করোনা হাসপাতালে চিকিৎসা নিয়ে সাতজন ও আমাদের জেলের অভ্যন্তরে আইসোলেশনে থেকে তিনজন মোট ১০ জন সুস্থ হয়েছেন। খুব দ্রুত তারা কাজে যোগদান করবেন। এখনও যে ২৪ জন আক্রান্ত আছেন তারাও সুস্থতার পথে রয়েছেন এবং তারা জেলা করোনা হাসপাতাল ও জেলের অভ্যন্তরে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।

উল্লেখ্য, এই কারাগারে এখন বন্দি সংখ্যা প্রায় ১৭০০। এ ছাড়া কারাগারে কর্মরত প্রায় ৩০০ কারারক্ষীসহ কর্মকর্তা কর্মচারী রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর