সাভারে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ১০ টাকা কেজি দরে চাল পাবে দেশের ৫০ লাখ দরিদ্র পরিবার। এরই ধারাবাহিকতায় সাভারের হেমায়েতপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয় খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় ১০ টাকা কেজি চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০ টায় সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে ওয়াজউদ্দিন মোল্লা মার্কেটে মিনিস্টার শো-রুমের পাশে এই চাল বিতরণ অনুষ্ঠিত হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র দাস, খাদ্য পরিদর্শক সানজিদা সুলতানা, ইউপি সদস্য নিজাম আহমেদ, শাহআলম, রফিকুল ইসলাম, আলমাস সরকার, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান প্রমুখ সহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার ছিল হত-দরিদ্র জনগোষ্ঠীর জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণের। সাভারে সেই লক্ষ্য পূরণে আজ চাল বিতরণ করা হলো। এ কর্মসূচি সুষ্ঠুভাবে চলমান থাকবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর