ভিকারুননিসায় ৩ শিক্ষার্থী ফেল

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পাশের হার ৯৯ দশমিক ৮৪ ভাগ। জিপিএ ৫ পেয়েছে হাজার ১৪৮২ জন। তবে গতবারের তুলনায় জিপিএ-৫ এর হার কমেছে। এদিকে দেশের শীর্ষস্থানীয় এ শিক্ষা প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী ফেল করেছে।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম।

এবার প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৮২৬ জন। এরমধ্যে পাস করেছে ১৮২৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৪৮২ জন। পাসের হার ৯৯ দশমিক ৮৪ শতাংশ আর জিপিএ প্রাপ্তির হার ৮১ দশমিক ২৯ শতাংশ। এবার মোট ৩ জন অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ব্যবসায়ী শাখা থেকে দুইজন ও বিজ্ঞান শাখা থেকে ১ জন।

গত বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা কমেছে। গত বছর মোট ১৬১২ জন শিক্ষার্থী ছিল, পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ১৪৪১ জন যা ৮৯ দশমিক ৫ শতাংশ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর