ফরিদপুরে করোনায় আরও এক মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কমলেশ চক্রবর্তী ভানু (৬৫) নামে আরো এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জনই মুক্তিযোদ্ধা।

রবিবার সকাল সাড়ে ৮টার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি ফরিদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন, এছাড়াও উপজেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

ফরিদপুর মেডিকেল কলেজের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান বুলু জানান, আজ সকাল সাড়ে ৮টার সময় আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি জানান, তার পরিবারের আরও সাত সদস্য করোনায় আক্রান্ত ছিলেন।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন মুক্তিযোদ্ধাসহ ৬ জনের করোনা নিয়ে মুত্যুর ঘটনা ঘটেছে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর