ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করোনা আক্রান্ত, বাসা লকডাউন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডের শিক্ষক কোয়ার্টার লকডাউন ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী এই অধ্যাপকের করোনা আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রক্টর জানান, আজ (শনিবার) আমাদের একজন অধ্যাপকের দেহে করোনা শণাক্ত হয়েছে। তার অবস্থা খুব খারাপ না হওয়ায় ফুলার রোডের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনা আক্রান্ত এই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগে অধ্যাপনা করতেন বলে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর