আগামী সোমবারে খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

মহামারী করোনা ভাইরাসে কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় খজুলে দেয়া হচ্ছে আগামী সোমবার (১ জুন)। শনিবার বিকালে রাবি উপাচার্যের বাসভবনে ডাকা এক জরুরী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এই সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আব্দুস সোবহান।

সভায় গৃহীত এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আব্দুল আলীম।

তিনি জানান, সীমিত পরিসরে আগামী ১ জুন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় খুললেও শুধু গুরুত্বপূর্ণ কিছু প্রশাসনিক কার্যক্রম চলু করা হবে। প্রশাসন ভবনের গুরুত্বপূর্ণ কিছু শাখা যেমন- উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষের দফতর, হিসাব শাখা, প্রকৌশল শাখা স্বাস্থ্যবিধি মেনে সচল করা হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর