এক পরিবারের সবাই করোনায় আক্রান্ত

মেহেরপুরে একই পরিবারের সকল সদস্যসহ মোট ৭ জনের করোনা শণাক্ত হয়েছে। আক্রান্তদের মাঝে ৪ জন পুরুষ ও ৩ জন নারী। মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন শনিবার (৩০ মে) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানায়, গতকাল (শুক্রবার) করোনা উপসর্গে মারা যাওয়া লিটু মিয়া নামের এক ব্যাক্তির সংগৃহীত নমুনায় করোনা পজেটিভ এসেছে। একইসাথে লিটু মিয়ার স্ত্রী, দুই ছেলে, ও এক পুত্রবধূ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কনস্টেবল ও এক নারীর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। আক্রান্ত প্রত্যতেকের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

সিভিল সার্জন থেকে পাওয়া তথ্যমতে জেলায় এখন পর্যন্ত মোট ২৫ জন করনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মাঝে ২ জন মারা যাওয়ার পাশাপাশি সুস্থ হয়েছেন ৫ জন। বাকিরা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর