মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ জন ছাড়লো

মুন্সিগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত্র সংখ্যা ৭০০ জন ছাড়িয়েছে। শনিবার (৩০) মে পাওয়া রিপোর্টে নতুন করে আরও ৪৪ জন আক্রান্ত হওয়ায় এখন জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৩ জনে।

শনিবার (৩০ মে) বিকালে মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, জেলায় এখন করোনা থেকে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৯৮ জন। মারা গিয়েছেন ১৯ জন। মোট ৪ হাজার ১৫৩টি নমুনা সংগ্রহ করে রিপোর্ট পাওয়া গিয়েছে ৩ হাজার ৮৯৩টি। আরও ২৬০টি নমুনার রিপোর্ট আসা বাকি।

এছাড়াও জেলায় মোট আক্রান্তদের মাঝে সদর উপজেলায় ৩৫০ জন, টংগিবাড়ীতে ৪৩, সিরাজদিখানে ৯৯, লৌহজংয়ে ৬৮, শ্রীনগরে ৬৫, গজারিয়ায় ৭৮ জন।

শনিবার বিকেলে নতুন আক্রান্ত ৩৫ জনের রিপোর্ট আসে ঢাকার নিপসম ল্যাব থেকে।নতুন ৪৪ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৩৯ জন, সিরাজদিখান ১, লৌহজংয়ে ১, শ্রীনগরে ৩ জন আছেন। গেল ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছে ৫ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর