ডাক্তার আসার খবর পেয়ে পালালেন করোনা রোগী

দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়ার জন্য ডাক্তার আসছে এমন খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে রুহুন আমিন নামের এক আক্রান্ত যুবক। শুক্রবার (২৯ মে) রাতে তিনি পালিয়ে যান বলে নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী।

পালিয়তে যাওয়া রুহুল আমিন বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের একইর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতো।

তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে গত ৫ দিন আগে গাজীপুর থেকে গ্রামের বাড়িতে এসেছেন রুহুল আমিন। খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে শুক্রবার পাওয়া রিপোর্টে জানা যায় তার করোনা পজেটিভ।

ডা। সোলায়মান মেহেদী আরও জানান, তার করোনা নিশ্চিত হওয়ার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে তার বাড়ির উদ্দ্যেশে রওনা দেয়।
খবর পেয়ে সে পালিয়ে যায়। এখন তাকে আশেপাশে্র এলাকায় এবং তার আত্বীয়-স্বজনের বাড়িতে খোঁজা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর