লিবিয়ায় নিহতদের লাশ দেশে আনা নিয়ে অনিশ্চয়তা

লিবিয়ায়া মানব পাচারকারীদের গুলিতে নির্মমভাবে নিহত ২৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দেশটির রাজধানী ত্রিপোলি থেকে ১৮০ কি.মি. দক্ষিণে অবস্থিত মিজদাহ শহরে এই নির্মমতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সেখানের বাংলাদেশ কমিউনিটির নেতারা। তারা মানবপাচার বন্ধে বাংলাদেশি দালালদের শাস্তির দাবি করেছেন।

এ বিষয়ে লিবিয়ার বেনগাজি বাংলাদেশ কমিউনিটি সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, ‘বর্তমান পরিস্থিতিতে লাশগুলো দেশে পাঠানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দূতাবাস চাইলেও এখন দেশে পাঠাতে পারবে না লাশগুলো। ফ্লাইট বন্ধ। অবশেষে মনে হয় লাশগুলো লিবিয়াতেই দাফন করতে হবে।’

এদিকে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গুরুতর আহত ১১ বাংলাদেশিকে ত্রিপোলিতে হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর প্রাণে বেঁচে যান এক বাংলাদেশি, তিনি এখনও মিজদায় রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর