প্রতিপক্ষ দর্শকদের জয়ধ্বনিতে সিক্ত যারা

রোববার রাতে রিয়াল বেটিসের বিপক্ষে হ্যাটট্রিক করেন বার্সা তারকা লিওনেল মেসি। তৃতীয় গোলের পর বার্সা অধিনায়ককে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানায় বেটিসের সমর্থকরা। এনিয়ে দ্বিতীয়বার এমন অভিবাদন পেলেন মেসি। আর্জেন্টাইন তারকার আগে এমন ইতিহাসের স্বাক্ষী হয়েছেন বেশ কয়েকজন। সে ঘটনাগুলো জানবো….

ডিয়েগো ম্যারাডোনা: (১৯৮২-৮৩, লা লিগা)

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে ছিলো বার্সেলোনা। শেষ দিকে জোড়া গোল করে বার্সাকে রক্ষা করেন ডিয়েগো ম্যারাডোনা। এতে হতবাক হয়ে পড়ে সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকরা। কিন্তু নিশ্চিত জয় হাতছাড়া হওয়ার পরও দাঁড়িয়ে করতালি দিয়ে ম্যারাডোনাকে অভিবাদন জানায় রিয়াল মাদ্রিদের সমর্থকরা।

রোনালদো (২০০২-০৩, চ্যাম্পিয়ন্স লিগ)

ম্যাচ হারার পরও প্রতিপক্ষ সমর্থকদের কাছ থেকে অভিবাদন পাওয়ার ঘটনা এটিই প্রথম। রিয়াল মাদ্রিদের জার্সিতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ব্রাজিলিয়ান তারকা রোনালদো। এরপরও প্রতিযোগিতা থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদ। এমন সময় দাঁড়িয়ে ‘দ্য ফেনোমেনন’কে করতালিতে অভিবাদন জানায় পুরো ওল্ড ট্রাফোর্ড।

রোনালদিনহো (২০০৫-০৬, লা লিগা)

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ব্রাজিলের রোনালদিনহোর পারফরম্যান্স ছিলো ‘ওয়ানম্যান শো’। হারের দুঃখ ভুলে ব্রাজিলিয়ান তারকাকে অভিবাদন জানাতে ব্যস্ত হয়ে পড়ে রিয়াল মাদ্রিদের সমর্থকরা।

দেল পিয়েরো (২০০৮-০৯, চ্যাম্পিয়ন্স লিগ)

বয়স ৩৪। কিন্তু সে ম্যাচে আলেক্সসান্দ্রো দেল পিয়েরোর খেলা দেখে মনে হচ্ছিল মাত্র ২৫ বছরের কোন তরুণ ফুটবলার দাপিয়ে বেড়াচ্ছেন মাঠে। একক প্রচেষ্টায় সে ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলের জয় পায় জুভেন্টাস। ফলে পুরো সান্তিয়াগো বার্নাব্যু দাঁড়িয়ে অভিবাদন জানায় এই ইতালিয়ানকে।

লিওনেল মেসি (২০০৮-০৯, কোপা ডেল রে)

কোচ হিসেবে পেপ গার্দিওলার প্রথম মৌসুম। অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলে পিছিয়ে বার্সেলোনা। এসময় জ্বলে ওঠেন লিওনেল মেসি। করেন দুর্দান্ত হ্যাটট্রিক। এর ফলে প্রথমবারের মতো প্রতিপক্ষের সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন মেসি।

ইনিয়েস্তা (২০১০-১১, স্প্যানিশ লা লিগা)

ডার্বি ম্যাচে প্রতিপক্ষের ফুটবলারকে অভিবাদন জানানো অনেক কষ্টের ব্যাপার। তাই সচরাচর এমনটি দেখা যায় না। কিন্তু সেই ধারা ভঙ্গ করেন এস্পানিওলের সমর্থকরা। বার্সেলোনার কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারলেও সেই ম্যাচের সেরা তারকা ইনিয়েস্তাকে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিলো এস্পানিওলের সমর্থকরা।

জাভি (২০১৪-১৫, স্প্যানিশ লা লিগা)

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৫-২ গোলের জয় পেয়েছিলো বার্সেলোনা। বার্সা তারকা জাভি হার্নান্দেজকে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিলো প্রতিপক্ষের দর্শকরা। সেবার লা লিগার শিরোপা ঘরে তুলেছিলো বার্সা। পুরো মৌসুমে বেশ উজ্জ্বল ছিলেন স্প্যানিশ এই ফুটবলার।

টট্টি (২০১৬-১৭, চ্যাম্পিয়ন্স লিগ)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ে রোমার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচে ২-০ গোলে হেরে যায় রোমা। কিন্তু অসাধারণ পারফরম্যান্স দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকদের মন জয় করে নেন ফ্রান্সিস্কো টট্টি। ফলে ইতালিয়ান এই তারকাকে দাঁড়িয়ে অভিবাদন জানায় রিয়াল মাদ্রিদের সমর্থকরা।

ক্রিশ্চিয়ানো রোনালদো, (২০১৭-১৮, চ্যাম্পিয়ন্স লিগ)

চমৎকার বাইসাইকেল কিকে জুভেন্টাসের গোলরক্ষক জিওনলুইজি বুফনকে পরাস্ত করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শটটি এতো সুন্দর ছিলো যে, জুভেন্টাসের কট্টর সমর্থকরা নিজেদের রুখতে পারেননি। দাঁড়িয়ে মুহুর্মুহু করতালির মাধ্যমে সম্মান জানান সিআরসেভেনকে।

লিওনেল মেসি (২০১৮-১৯, স্প্যানিশ লা লিগা)

রিয়াল বেটিসের মাঠে চলতি মৌসুমের চতুর্থ ও ক্যারিয়ারের ৫১তম হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। অসাধারণ পারফরম্যান্সের দরুন রিয়াল বেটিসের খেলোয়াড়রা তো বটেই তাদের দর্শকরাও সম্মান জানিয়েছে আর্জেন্টাইন তারকাকে। হ্যাটট্রিক হয়ে যাওয়ার পর গ্যালারিতে উঠে দাঁড়িয়ে তুমুল হর্ষধ্বনিতে মেসিকে সম্মান জানান রিয়াল বেটিস সমর্থকরা। ম্যাচ শেষে এজন্য তাদের প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ৩১ বছর বয়সী মেসি।

এই সম্মান দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রিয়াল মাদ্রিদের সমর্থকরা। মোট চারবার এমনটি করে দেখিয়েছে সান্তিয়াগো বার্নাব্যু।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর