সীমিত পরিসরে খুলছে না বশেমুরবিপ্রবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর দাপ্তরিক কার্যক্রম আগামী ২ জুন সীমিত পরিসরে শুরু করার সিদ্ধান্ত নেয়া হলেও সেটা বাতিল করা হয়েছে।

২৯ মে (শুক্রবার) রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয় ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি) কর্তৃক জারিকৃত স্মারকের প্রেক্ষিতে আগামী ১৫ জুন পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে ৷ এবং এ বিষয়ে পূর্ববর্তী স্মারকপত্রটি বাতিল করা হলো।”

উল্লেখ্য, এর আগে ২৯ মে (শুক্রবার) সকালে ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন সাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে ২ জুন থেকে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর