লিবিয়ায় নিহতদের মধ্যে বেশিরভাগের বাড়িই কিশোরগঞ্জে

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের এক সদস্যের সহযোগী ও স্বজনদের বর্বরোচিত আক্রমণে হতাহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, ওই ঘটনায় ২৬ বাংলাদেশি অভিবাসী শ্রমিক খুন হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

হতাহতদের মধ্যে ‘নিখোঁজ বা মৃত’ হিসেবে ২৪ জন এবং আহত হিসেবে ৯ জনের নাম পরিচয় জানা গেছে। এদের মধ্যে নিহত ৬ জন ও আহত ৩ জনের বাড়ি কিশোরগঞ্জে।

নিখোঁজ বা মৃত’ ৬ জন হলেন- কিশোরগঞ্জের ভৈরবের রাজন, শাকিল, সাকিব, সোহাগ, মো. আলী, হোসেনপুরের রহিম।

আহত ৩ জন হলেন- কিশোরগঞ্জের ভৈরবের শম্ভপুর গ্রামের মো. জানু মিয়া (পেটে গুলিবিদ্ধ), ভৈরবের জগন্নাথপুর গ্রামের মো. সজল মিয়া (দুই হাতে মারাত্মকভাবে জখম), সখিপুরের মওটুলীর সোহাগ আহমেদ (২০) এরা ত্রিপোলি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর