প্রতিরোধ গড়ার পরিবর্তে উল্টো বিপর্যয়ে বাংলাদেশ

শুরুটা ভালো করেছিল। কিন্তু দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস অল্প সময়ের বিরতিতে ফিরে যাওয়ার পর প্রতিরোধ গড়ার পরিবর্তে উল্টো বিপর্যয়ে পড়েছে। দলীয় সংগ্রহ ১০০ পেরোতেই টাইগাররা হারিয়েছে ৪ উইকেট।

দুই ওপেনার ফিরে যাওয়ার পর সাকিব আল হাসানের সঙ্গে জুটি বাধেন মুশফিকুর রহিম।

ডাবলিনে আয়ারল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩০৮ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন তামিম। শেন গেটকেটের ডেলিভারিতে বোল্ড হন তিনি। ৩৯ বলে ২৬ রান করা লিটন দাসও সাজঘরের পথ ধরেন, পিটার চেজের বলে নীল রকের তালুতে বন্দী হয়ে।

এরপর মুশফিক ২৯ বলে ১১ রান করে বিদায় নেন। মোহাম্মদ মিঠুন ফেরেন ১৪ বলে ১৩ রান করে।প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারানো টাইগারদের সংগ্রহ ১১২ রান, ২৪ ওভার শেষে। সাকিব আল হাসান ২১ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৮ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড উলভস। দলের পক্ষে এদিন শতক হাঁকান ওপেনার জেমস ম্যাককলাম। বাংলাদেশের পক্ষে এদিন তিনটি উইকেট একাই শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া দুটি উইকেট শিকার করেন রুবেল হোসেন।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড উলভস ৩০৭/৮ (৫০ ওভার) ম্যাককলাম ১০২, সিমি ৯১, কেন ২৭; তাসকিন ৬৬/৩, রুবেল ৬৩/২, সাকিব ৩০/১, মিরাজ ৪৪/১, রেজা ৬৬/১।

বাংলাদেশ ১১২/৪ (২৪ ওভার) লিটন ২৬, তামিম ২১, সাকিব ২১*, মুশফিক ১১; ইয়ং ৩০/১, চেজ ১৯/১, গেটকেট ১৯/১, সিমি ২৪/১।

টার্গেট ৩০৮ রান

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর