আজকেই জানা যাবে কখন হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ

বিশ্বদুর্যোগ করোনার কারণে পিছিয়ে যেতে পারে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ। কিছুদিন ধরেই বিশ্ব ক্রিকেটে এই ধরণের খবর তুমুল আলোচিত হচ্ছে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে আরও দুই বছর পিছাতে পারে এইবারের বিশ্বকাপ আসর।

আজ (বৃহস্পতিবার) বোর্ডগুলোর সাথে এক বিশেষ সভায় এই সিদ্ধান্তের অনুমোদন দিতে পারে আইসিসি। তবে অনেকেই বলছে এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে আসরের উদ্ভোধন। সেজন্য প্রস্তুতিও চলছে।

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে প্রাণঘাতী করোনাভাইরাসের জেরে এ নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

তবে আজকের বৈঠকেই তা চূড়ান্ত হয়ে যেতে পারে। স্থির হয়ে যেতে পারে বিশ্বকাপের ভবিষ্যৎ। ২০২২ সালের এই সময়ে তা মাঠে গড়াতে পারে। তবে এখনই আনুষ্ঠানিকভাবে ইভেন্ট স্থগিত ঘোষণা করা হয় কিনা, সেটিই দেখার। সুত্র:হিন্দুস্তান টাইমস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর