ইউনাইটেডের করোনা ইউনিটে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী।

মৃত ৫ জনই আইসোলেশনে ছিলেন বলে জানা গেছে। তবে এদের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। বাকি ২ জনের রিপোর্ট নেগেটিভ ছিল।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ।

এদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, ইউনাইটেড হাসপাতালের বর্ধিতাংশে অগ্নি নির্বাপনের কোন ব্যবস্থা ছিল না।

ইউনাইটেড হাসপাতালে বর্ধিতাংশে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হতো।

গুলশানের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠণ করা হবে। ফায়ার সার্ভিস এই কমিটি করতে পারে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বুধবার (২৭ মে) রাত ৯ টা ৫৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর