করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন নিষিদ্ধ করল ফ্রান্স

প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ নিষিদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স সরকার। চলতি সপ্তাহে ওষুধটি নিয়ে ফ্রান্সের দুটি পরামর্শ সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে। সতর্ক করার পরপরই ওষুধটি নিষিদ্ধ করা হলো।

হাইড্রক্সিক্লোরোকুইন সাধারণত ম্যালেরিয়া, বাত বা ত্বকে সংক্রমণ জাতীয় রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। করোনাভাইরাসের এই ওষুধ কার্যকরী বলে কেউ কেউ দাবি করলে মহামারি রূপ পাওয়া করোনার ক্ষেত্রে তা অনেক দেশেই প্রয়োগ করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধটিকে ‘যুগান্তকারী’ হিসেবেও উল্লেখ করেন। করোনামুক্ত থাকতে নিজে হাইড্রক্সিক্লোরোকুইন গ্রহণ করেন বলেও জানান তিনি। ওষুধটির সাফাই গাইতে দেখা গেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোসহ আরও অনেককে।

এর মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বেশ কিছু গবেষণায় দাবি করা হয়, কভিড-১৯ চিকিৎসায় ওষুধটির তেমন কার্যকারিতা নেই। কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধ গ্রহণে রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে।

সবশেষ গত শুক্রবার স্বাস্থ্য বিষয়ক জার্নাল দ্য লেনসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনেও একই কথা বলা হয়। এমন অবস্থায় সোমবার (২৫ মে) কভিড-১৯ চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধের আহ্বান জানায় ডব্লিউএইচও।

এসব প্রেক্ষাপটে বুধবার (২৭ মে) করোনা চিকিৎসায় ওষুধটি নিষিদ্ধের ঘোষণা দিল ফ্রান্স। নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকারিতা পরীক্ষা করার ক্ষেত্রেই কেবল ওষুধটি ব্যবহার করার অনুমতি দেয়া হবে, অন্যথায় না।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর