ফেনীতে পুলিশ সদস্যসহ নতুন ৪ রোগী শনাক্ত

আজ ২৭ মে ঘোষিত ফলাফল অনুযায়ী আজ ফেনী জেলায় আরো ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। ফেনী জেলা সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন কর্তৃক এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বলেন ফেনীতে প্রতিনিয়ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। সবাইকে আরও বেশি সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

পর্যন্ত ফেনীতে ১ হাজার ২শ ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে পর্যন্ত ১ হাজার ৯৫ জনের প্রতিবেদন আসে।

ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। এর মধ্যে সদর উপজেলায় ৩১জন, ছগলনাইয়ায় ১৩ জন, দাগনভুঞার ১৪ জন, সোনাগাজীতে ৯ জন, পরশুরামে ৭ জন, ফুলগাজীতে ৪ জন। অপর তিনজন পাশ্ববর্তী উপজেলা মিরসরাই্, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর