নোয়াখালীতে একদিনে আরও ৫৯ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৩

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪২৭ জন। জেলায় এ নিয়ে মোট মৃত্যু হলো ১০ জনের।

বুধবার সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান। জেলায় নতুন করে মৃত্যু হয়েছে ৩ জনের।

তিনি বলেন, গত ২৪, ২৫ ও ২৬ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে ২৬ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রয়েছেন।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। নোয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়ে যাওয়ায় জেলাজুড়ে দ্বিতীয় দফায় লকডাউন চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর