ঈদের আগে বেতন-ভাতা পরিশোধের দাবি

রমজানের আগে পাওনা বেতন-ভাতা পরিশোধের দাবিতে চ্যানেল ৯ এর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন চ্যানেলটির বার্তা বিভাগের সংবাদকর্মীরা। রোববার সংবাদকর্মীরা চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ স্মারকলিপি দেন।

প্রসঙ্গত, গত ৩ মার্চ কোনো পূর্বাভাস ছাড়াই চ্যানেল কর্তৃপক্ষ সংবাদ সম্প্রচার বন্ধের ঘোষণা দেয়। সে অনুযায়ী ২৮ মার্চ থেকে সংবাদ সম্প্রচার বন্ধ রয়েছে চ্যালেনটির। এদিকে কর্তৃপক্ষের এমন হঠকারী সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির বার্তা বিভাগে কর্মরত ১৬০ জন সাংবাদিক কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

এর আগে বার্তা বিভাগ বন্ধের সময় চ্যানেল ৯ এর ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী পবিত্র রমজানের আগেই চাকরিচ্যুত সংবাদকর্মীদের সমুদয় পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সে অনুযায়ী কোনো উদ্যোগ নেয়া হয়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর