ঈদের দিনে লালমনিরহাটে ঘূর্ণিঝড়ের তাণ্ডব

ঈদের দিন লালমনিরহাটে তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জেলার কালীগঞ্জ উপজেলায় লণ্ডভণ্ড হয়ে গেছে দুই শতাধিক বাড়িঘর, দোকানপাট ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার (২৫ মে) বিকেলে এ ঝড়ের কারণে গাছপালা, ভুট্টা ক্ষেত, লিচু, পাকাধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়াও ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটিতে গাছ ভেঙে পড়েছে। যার ফলে ৫টি গ্রামসহ দুই ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ আপাতত বন্ধ রয়েছে।

এদিকে চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া বাজার এলাকায় ঘরের উপরে গাছ পড়ে সুমাইয়া ও রিফাত নামে দুই শিশু আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষজন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন করছেন।

কালীগঞ্জ উপজেলার চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আশা করি, ক্ষতিগ্রস্ত মানুষজন দ্রুত সহায়তা পাবেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর