খালেদার সম্পূর্ণ মুক্তি চাইলেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যূনতম প্রতিরোধ ব্যবস্থা না নেয়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সামাজিত দূরত্ব বজায় রেখে নেতারা দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার যখন বাড়ছে তখন সরকার সব শিথিল করে দিয়েছে, যা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।

বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে মির্জা ফখরুল, বিএনপি চেয়ারপারসনের সম্পূর্ণ মুক্তির আশা করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর