এরশাদের ‘পল্লী নিবাস’ লকডাউন

এবার লকডাউন করেছে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের বাড়ি “পল্লী নিবাস”। এরশাদের ছেলে সংসদ সদস্য সাদ এরশাদের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহিল বাকী কিসলু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার(২৪ মে) রাতে পল্লী নিবাস লকডাউনের পাশাপাশি সাদ এরশাদ ও তার স্ত্রীকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার রাতে স্বাস্থ্য বিভাগের নির্দেশে পল্লী নিবাস বাস ভবনটি লকডাউন করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার সস্ত্রীক রাজধানীতে যাওয়ার কথা ছিল সাদ এরশাদের। কিন্তু তার সহকারী কিসলুর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় রাতেই বাড়িটি লকডাউন করে দেওয়া হয়।

জেলা সিভিল সার্জেন হিরম্ব কুমার জানিয়েছেন, কিসলু সার্বক্ষণিক সাদ এরশাদের সঙ্গে থাকায় ওই দম্পতিকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

সাদের আরেক বিশেষ সহকারী ইসমাইল হোসেন প্রিন্স জানান, মঙ্গলবার তাদের নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য বিভাগ।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গত ৩০ এপ্রিল খাদ্যসামগ্রী বিতরণ করেন এমপি সাদ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর