নিজেকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চান তামিম

সবার একটি স্বপ্ন কিংবা জীবনে লক্ষ্য থাকে। ক্রিকেটারদের বর্তমান পেশা ক্রিকেট হলেও একটা সময় ইতি ঘটবে এই ক্যারিয়ারের। সেই ক্যারিয়ার শেষে কেউ বা যোগ দেন ধারাভাষ্যে, কেউবা কোচিংয়ে কেউবা দেশের ক্রিকেট বোর্ডে।

তেমনি একটি স্বপ্ন রয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালেরও। ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজেকে দেশের ক্রিকেট বোর্ডের সভাপতির আসনে দেখতে চান তামিম ইকবাল। টাইগার বর্তমান ওয়ানডে অধিনায়ক নিজেই এমনটা জানিয়েছেন।

রবিবার রাতে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’ এর সঙ্গে লাইভ আড্ডায় যুক্ত ছিলেন তামিম। সেখানেই অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিক নোমান মোহাম্মদ ‘স্লগ ওভার’ পর্বে ২৫টি প্রশ্ন ছুড়ে দেন তামিমকে।

যার একটি ছিল- ‘খেলা শেষে কী হতে চান? আপনার কাছে তিনটি অপশন…। কোচ, ধারাভাষ্যকার এবং ক্রিকেট বোর্ডের পরিচালক। ’

তামিম উত্তরে বলেন, ‘ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলতে পারেন… ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। ’ অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দেখা যেতেই পারে তামিমকে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর