গরিব ও দুস্থদের পাশে পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব পাকুন্দিয়া

“শিক্ষা, মানবতা, মুক্তি” এ স্লোগানকে নিয়ে পাকুন্দিয়ায় গরিব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী উপহার দিচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব পাকুন্দিয়া। রাতের অন্ধকারে বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।

আজ পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩য় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কৃষি বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব পাকুন্দিয়া’র সভাপতি মোঃ কাউসার আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব পাকুন্দিয়া’র সাধারণ সম্পাদক নাইমুর রশীদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব পাকুন্দিয়া মেহেদী হাসান ইমন উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর