করোনা নিয়ে সংবাদ প্রকাশ, মিয়ানমারে সাংবাদিকের কারাদণ্ড

করোনায় মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করায় মিয়ানমারে এক সম্পাদককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে মিয়ানমার কর্তৃপক্ষ বলছে, ভুল তথ্য প্রকাশ করায় শাস্তি পেয়েছেন তিনি।

গত ১৩ই মে দে পিয়াও নামের ওই নিউজ এজেন্সি জানায় দেশটির পূর্ব কারেন রাজ্যে করোনায় আরও একজন মারা গেছে। তবে মিয়ানমার কর্তৃপক্ষ খবরটিকে ভুয়া বলে দাবি করে। ওইদিনই আটক করা হয় এজেন্সিটির প্রধান সম্পাদক জ ইয়ে হতেতকে। এরপর মাত্র এক সপ্তাহে বিচার শেষ করে রায় দেয়া হয়।

ওই সম্পাদকের আইনজীবী জানান, বিতর্কিত একটি আইনের কুখ্যাত একটি ধারায় এ শাস্তি দেয়া হয়েছে। দেশটিতে সাংবাদিক ও আন্দোলনকারীদের শাস্তি দিতে প্রায়ই ওই ধারাটি প্রয়োগ করা হয়।

দেশটিতে এ পর্যন্ত ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছে ৬ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর