প্রধানমন্ত্রী’র ঈদের উপহার সামগ্রী বিতরণে কিশোরগঞ্জ যুবলীগ

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল এর আহ্বানে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক এর পক্ষে কিশোরগঞ্জ জেলা যুবলীগের যুবলীগের নেতা সামিউল হাসান চৌধুরী লিমন এর ব্যক্তিগত উদ্যোগে কিশোরগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় চলমান কোভিড-১৯ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত পনের শতাধিক পারিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার (২১ মে) থেকে প্রত্যেক উপজেলায় নেতাকর্মী কাছে হস্তান্তর করা হয়েছে তারা কোভিড-১৯ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত নিম্মআয় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সামিউল হাসান চৌধুরী লিমন বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল এর আহ্বানে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক এর পক্ষে আমার ব্যাক্তিগত পক্ষ এ সামান্য উপহার সামগ্রী রাতের আঁধারে আমার পক্ষথেকে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন কিশোরগঞ্জ জেলার সকল উপজেলায় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, অনেক মধ্যবিত্ত পরিবার যারা চক্ষুলজ্জায় কোন ত্রাণ নেয়নি তাদেরকে প্রাধান্য দিয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে, যতদিন এ পরিস্থিতি থাকবে আমরা মানুষের পাশে থেকে এ কার্যক্রম চালিয়ে যাবো।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর