ভার্চুয়াল কোর্টে ২০৫ শিশুর জামিন

ভার্চুয়াল আদালতের মাধ্যমে জামিন পেয়েছে সমাজসেবা অধিদফতরের অধীন ৩টি শিশু উন্নয়ন কেন্দ্রের ২০৫ শিশু।

বৃহস্পতিবার (২১ মে) সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিশেষ সরকারি ব্যবস্থাপনায় জামিনপ্রাপ্ত ১৩৫ শিশুকে তাদের অভিভাবকের ঠিকানায় পৌঁছে দেয়া হয়েছে। বাকি শিশুদের ঈদের আগেই ঘরে ফেরা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

করোনা দুর্যোগে সরকার ৯ মে ‘আদালত কর্তৃক তথ্য–প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ জারি করে। একই সঙ্গে উচ্চ আদালত থেকে জারি করা হয় বিশেষ নির্দেশনা। এর ফলে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল আদালত পরিচালনার পথ উন্মুক্ত হয়।

১২ থেকে ১৯ মে পর্যন্ত মাত্র ৮ দিনে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে জামিন পেয়েছে এই ২০৫ শিশু। এর মধ্যে শিশু উন্নয়ন কেন্দ্র, টঙ্গীর ১২৭ জন ছেলে শিশু, যশোর কেন্দ্রের ৬৬ জন ছেলে শিশু ও কোনাবাড়ী কেন্দ্রের ১২ জন মেয়ে শিশু রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর