আগামীকাল কানাডা থেকে ফিরছেন ১৯৫ বাংলাদেশি

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কানাডায় আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থী ও পর্যটকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পর্যায়ক্রমে আরও আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে তালিকার কাজ চলছে বলে জানিয়েছে কানাডার বাংলাদেশ হাইকমিশন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১ টায় ১৯৫ জন বাংলাদেশি কাতার এয়ারওয়েজের বিশেষ বিমানে টরেন্টোর পিটারসন বিমারবন্দর ছেড়ে যান।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ থেকে আগত অনেক বাংলাদেশি শিক্ষার্থীরা খুবই নাজুক অবস্থায় দিন কাটাচ্ছে। আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার একটি বিমানের ব্যবস্থা করেছে। কানাডার বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ কনসাল জেনারেল অফিস টরেন্টো সার্বিক সহযোগিতায় রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর