আম্ফানের প্রভাবে হাতিয়ায় ২৬ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে বেশ জোয়ারের পানিতে ২৬টি গ্রাম প্লাবিত হয়েছে।

বুধবার রাতে হাতিয়ার ইউএনও রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি জানান, বিকেলে নদীর পানি বেড়ে উপজেলার নিঝুম দ্বীপ ইউপির ১২টি গ্রাম, নলেরচর ইউপির পাঁচটি গ্রাম, সুখচর ইউপির তিনটি গ্রাম, চরঈশ্বর ইউপির তিনটি গ্রাম, ক্যারিংচর ইউপির তিনটি গ্রাম প্লাবিত হয়।

গ্রামগুলোর মধ্যে নিঝুম দ্বীপ ইউপির মদিনা গ্রাম, মুন্সি গ্রাম, বান্দাখালী, আর্দশ গ্রাম, চানন্দ্রী ইউপির নলের চর প্রশাসনিক এলাকার আদর্শ গ্রাম, চৌধুরী গ্রাম, আলীনগর, ফরিদপুর গ্রাম, মোল্লা গ্রাম, সুখচর ইউপির টেলিপাড়া, মৌলভি গ্রাম, তাহারপাড়া গ্রাম, মাসুদ চেয়ারম্যান গ্রাম ও ডালচর গ্রাম অন্যতম।

স্থানীয়রা জানায়, সুখচর ইউপির দুই কিলোমিটার, নলচিরা ইউপির তিন কিলোমিটার, চরঈশ্বরের ইউপির তিন কিলোমিটার, নলেরচর ইউপির তিন কিলোমিটার ও ক্যারিংচর ইউপির দুই কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা থাকার কারণে জোয়ারের পানিতে গ্রামগুলো সহজে প্লাবিত হচ্ছে। এছাড়া গ্রামগুলো প্লাবিত হয়ে বেশ কিছু কাঁচাঘর ও কয়েকটি আশ্রয়কেন্দ্রের নিচতলা তলিয়ে গেছে।

বার্তাবাজার/কে.জ.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর