সন্ধ্যায় সুন্দরবন অতিক্রম করবে আম্ফান

শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে পরিণত হওয়া ঘূর্ণিঝড় আম্ফান আজ (বুধবার) সন্ধ্যায় বাংলাদেশের সুন্দরবন অতিক্রম করে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মতে এই সময়টায় ১০ থেকে ১৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের পানি প্রবাহিত হয়ে যেতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় আম্পান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন নিকটবর্তী উপকূল দিয়ে অতিক্রম করা শুরু করবে। এলাকা পেরিয়ে যেতে প্রায় ২ থেকে ৩ ঘণ্টার মতো সময় লাগতে পারে।

তিনি বলেন, উপকূল অতিক্রম করার সময় অনেকখানি সময় ব্যয় হবে। তবে এতে আম্পানের শক্তি কমে যাবে এটা বলা যাবে না। আম্পানকে আমরা এখন আর সুপার সাইক্লোনও বলছি না। শুধু আম্পান বলছি। এর বাতাসের গতি অন্যসব ঝড়ের চেয়ে বেশি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর