ভার্চুয়াল আদালতে ৬ দিনে ১৪ হাজার আসামির জামিন

দেশে মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্তিতিতে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনার পর থেকে মঙ্গলবার পর্যন্ত (ষষ্ঠ দিনে) সারাদেশে ৪ হাজার ৪২ জন আসামিকে জামিন দিয়েছেন দেশের বিভিন্ন আদালত। এরই মাধ‌্যে ছয় কার্যদিবসে সারাদেশে মোট ১৪ হাজার ১০০ আসামির জামিন মঞ্জুর করেছেন ভার্চুয়াল আদালত।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘মঙ্গলবার (১৯ মে) সারাদেশে ৬ হাজার ৫১৬টি জামিন আবেদনের শুনানি নিয়ে ৪ হাজার ৪২ জন আসামির জামিন মঞ্জুর করেছেন দেশের অধস্তন ভার্চুয়াল আদালত। ভার্চুয়াল আদালত গঠনের পর থেকে মঙ্গলবার পর্যন্ত ৬ কার্যদিবসে মোট ১৪ হাজার ১০০ আসামি জামিন পেয়েছেন।

সোমবার (১৮ মে) ৩ হাজার ৬৩৩ জন আসামিকে জামিন দেন দেশের বিভিন্ন জেলার ভার্চুয়াল আদালত। এর আগে রোববার (১৭ মে) ৩ হাজার ৪৪৭ জন আসামিকে জামিন দেন দেশের বিভিন্ন জেলার ভার্চুয়াল আদালত।

তারও আগে ১২, ১৩ ও ১৪ মে শুনানি নিয়ে মোট ২ হাজার ৯৭৮ আসামির জামিন দেন ভার্চুয়াল আদালত। এর মধ্যে ১৪ মে ১ হাজার ৮২১ জন আসামিকে, ১৩ মে ১ হাজার ১৩ জন আসামিকে ও ১২ মে ১৪৪ আসামিকে জামিন দেন আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনায় গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা ও এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আগামী ১৬ মে পর্যন্ত সব আদালত ছুটি ঘোষণা করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর