ইংল্যান্ডে স্টেডিয়াম কিনলেন বাংলাদেশি ব্যবসায়ী

আগামী পাঁচ বছরের জন্য ইংল্যান্ডের বেডফোর্ড স্টেডিয়ামের মালিকানা কিনে নিলেন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ কবির। ব্রিটিশ প্রবাসী এই ব্যবসায়ীর বাড়ি বাংলাদেশের সিলেটে। গত মাসের শেষের দিকে কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্টের সাথে আনুষ্ঠানিক চুক্তি হয় বেডফোর্ড টাউন এফসির।

কবির জানিয়েছেন, মূলত ব্রিটিশ-বাংলাদেশি ও বাংলাদেশের প্রতিভাবান তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী এবং পেশাদার খেলোয়াড় তৈরী করার জন্য তিনি এ স্টেডিয়াম কিনেছেন। তিনি বলেন, ‘আগামীতে এখানে বাংলাদেশ ও ব্রিটেনের তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হবে।’

আগামী সেপ্টেম্বর থেকে এ স্টেডিয়ামের নাম হবে ব্রাইট ম্যানেজমেন্ট ফুটবল স্টেডিয়াম। এ স্টেডিয়ামে একসাথে পাঁচ হাজার দর্শক খেলা দেখতে পারবে।

ফুটবলে ব্যবসায়ী কবিরের সম্পৃক্ততা নতুন নয়। ইংল্যান্ডে সকার লীগ নামে তার একটি স্টেডিয়ামও আছে। আর স্টেডিয়াম কিনে তিনি তার ফুটবল সম্পৃক্ততায় নতুন মাত্রা যোগ করলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর