‘ইমরান খান’ হতে ইংরেজি শিখছে বাবর

‘পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বাবরের ইংরেজির ওপর জোর দেওয়া উচিত বলে জানিয়েছেন, সাবেক পেসার তানভীর আহমেদ।

তার ইংরেজি শেখা উচিত।’ বাবর অবশ্য নিজের মূল কাজটাই ভালোমতো করতে চান। কিন্তু তাই বলে ভালোমতো ইংরেজি বলতে শেখায় তাঁর আপত্তির কোনো কারণ নেই, ‘আমি আগে ব্যাটিংয়ে মনোযোগ দিতে চাই। নিজের ব্যাটিংয়ে উন্নতি আনতে চাই। কিন্তু ইংরেজি শেখাতে তো কোনো সমস্যা নেই। এটা সময় লাগবে। সবই তো একসঙ্গে হবে না।’

তানভীরের ভাষায় বাবরকে হতে হবে ‘পরিপূর্ণ অধিনায়ক’। এই পরিপূর্ণ অধিনায়ক হবেন অলরাউন্ডার। তিনি মাঠেও দুর্দান্ত হবেন, মাঠের বাইরেও হবেন দারুণ। বাবর অবশ্য ঠিক ‘পরিপূর্ণ অধিনায়ক’ হতে চাননি। তিনি জানিয়ে দিয়েছেন হতে চান ‘ইমরান খান’।

পাকিস্তান তাঁর চেয়ে সেরা অধিনায়ক ইতিহাসে আর পেয়েছে নাকি। ইমরান খান হতেই বোধ হয় বাবর নিজের ইংরেজিটা ঠিক করার ওপর জোর দিয়েছেন। নিয়মিত যাচ্ছেন ইংরেজি শেখার স্কুলে, ‘আমি অনুশীলনের পাশাপাশি ইদানীং ইংরেজি শেখার ক্লাসে যাচ্ছি।’ অধিনায়কত্ব নিয়ে বাবরের ভাবনাটা একটু অন্য রকমই। অধিনায়কত্বকে তিনি খেলার বাইরের জিনিস বলেই মনে করেন, ‘দলকে নেতৃত্ব দেওয়া আর দলের হয়ে ব্যাটিং করার মধ্যে পার্থক্য আছে। সাধারণ খেলোয়াড় হিসেবে কেবল ব্যাটিংয়ে মনোযোগী হওয়া যায়। কিন্তু অধিনায়ককে গোটা দলের পারফরম্যান্স নিয়ে ভাবতে হয়। আমি অধিনায়ক হিসেবেও আগের মতোই ভালো করে যেতে চাই।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর