ফণী’র ছোবল, আশ্রয় কেন্দ্রে বৃদ্ধার মৃত্যু

জেলার শ্যামনগর উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে আয়না মতি বিবি (৯২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি আশ্রয় কেন্দ্রে তিনি মারা যান। আয়না মতি বিবি একই ইউনিয়নের চকবারা গ্রামের মৃত শওকত শেখের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চত করে গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানায়, ঘূর্ণিঝড় ফণী’র ছোবল থেকে রক্ষা পেতে শুক্রবার ইউনিয়নের ১৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন। এদিন বিকেলে গাইনবাড়ি আশ্রয়কেন্দ্রে অসুস্থ অবস্থায় আশ্রয় নেন ওই বৃদ্ধা। পরে দিনগত রাত পৌনে ২টার দিকে তিনি মারা যান।

প্রসঙ্গত, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী শুক্রবার সকালে ভারতের ওড়িশায় আঘাত হানার পর তাণ্ডব চালিয়ে যাচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকালে ঝড়টি বাংলাদেশে আঘাত হেনেছে। ফণীর প্রভাবে গতকাল দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় বজ্রাঘাত এবং আজ এর আঘাতে ঝড়ো হাওয়ায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এদের কেউ বজ্রপাতে, কেউ গাছের ডাল চাপায় আবার কেউ গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর