লকডাউন করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিস ব্যাটালিয়নের ২২ সদস্য আক্রান্ত হওয়ায় পুরো ট্রাইব্যুনাল ভবন লকডাউন করা হয়েছে। লকডাউনের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম।

জেয়াদ আল মামুন জানান, ‘ট্রাইব্যুনালের দুটি ব্যারাকে অবস্থান করা এপিবিএনের প্রায় ২২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পর এখনও ১৭ জন সদস্য ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। এ কারণে পুরো ট্রাইব্যুনাল লকডাউন ঘোষণা করা হয়েছে।’

গত ২৪ এপ্রিল ব্যারাকের এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ২৭ এপ্রিল নতুন করে আরও দুই এপিবিএন সদস্যের শরীরে করোনা ধরা পড়ে। এরপর সেখানে দায়িত্বে থাকা সবমিলিয়ে ২২ সদস্যের করোনাভাইরাস শনাক্ত করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর