পাবনায় বিয়ের অনুষ্ঠানে বাবা-ছেলের মৃত্যু

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রেলগেট এলাকার হরিজন পল্লীতে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত বিশাক্ত ভেজাল মদ পান করে একই দিনে বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মার্চ ২০১৯) সকালে বাবার এবং দুপুরে ছেলের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ঈশ্বরদীর মেথরপাড়ার হরিজন সম্প্রদায়ের রমেশ (৬০) ও তার ছেলে সোহাগ (২৭)।

হরিজন সম্প্রদায়ের এক নেতা নাম জানান, তাদের বাড়িতে গত দুই দিন যাবৎ বিয়ের অনুষ্ঠান চলছিল। নিজেদের তৈরি বিষাক্ত বাংলা মদ পান করে সোমবার সকালে প্রথমে রমেশ মারা যান। দুপুরে ছেলে সোহাগও মারা যান। এই বিষাক্ত বাংলা মদ অতিরিক্ত পরিমাণে পান করার কারণেই বাবা- ছেলের মৃত্যু হয়েছে। পরে বাবা ও ছেলেকে পাশাপাশি মাটি চাপা দিয়ে সৎকার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকীর নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমরা জানি না।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর