গ্রেফতার ভারতীয় সাংবাদিক

শ্রীলঙ্কায় ইস্টার সানডের ভয়াবহ বিস্ফোরণের ছবি তুলতে গিয়ে গ্রেফতার হলেন ভারতীয় চিত্র সাংবাদিক সিদ্দিকি আহমেদ ডানিশ। দিল্লির বাসিন্দা সিদ্দিকিকে জোর করে একটি স্কুলে ঢোকার অভিযোগে গ্রেফতার করে শ্রীলঙ্কার পুলিশ। আপাতত ১৫ মে পর্যন্ত জামিন পেয়েছেন তিনি।

সংবাদসংস্থা রয়টার্সে কাজ করেন সিদ্দিকি আহমেদ। বিস্ফোরণের পরপরই শ্রীলঙ্কার নেগোম্বো শহরের একটি স্কুলে তিনি জোর করে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। ওই স্কুলের এক ছাত্র সেন্ট সেবাস্তিয়ান চার্চে বিস্ফোরণে মারা যায়। সেই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে স্কুলে ঢোকার চেষ্টা করেন তিনি। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে সিদ্দিকি জোর করে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ।

স্কুলের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ইস্টার সানডের আত্মঘাতী বিস্ফোরণে শ্রীলঙ্কায় ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং আহত হন আরও ৫০০ জন।

সূত্র: এই সময়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর