আমি জন্মেছি বাংলায়…

আমি দিই নি পাড়ি শত সহস্র ক্রোশ পথ,
যাই নি দেখিতে পৃথিবীর রূপ কত!
পান করি নি তার সৌন্দর্যের অমৃত।
আমি জন্মেছি বাংলায়!
হেঁটেছি পল্লীগ্রামের মেঠোপথ ধরে,
সবুজ মাঠে ফসলের রংয়ের খেলা
দেখেছি নয়ন ভরে,
তালপাতার ছায়ায় সজীব বাতাসে
নিয়েছি নিশ্বাস মন উজাড় করে!
নরম মাটির কোমল ছোঁয়ার মোহ-
শিশিরসিক্ত ঘাসের চাদরে জড়িয়ে এ দেহ,
মায়ের সাথে কথা বলায় বাধা দেয় নি কেহ!
আমি বাংলা মায়ের সন্তান,
বাংলার রূপ দেখে দেখে আমি
হবো সদা অম্লান।

ছবি ও লেখা- আবদুল্লাহ আল মামুন সানি

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর