রাজিচ উদ্দিন হত্যাকান্ডের আসামী সেলিম পিবিআইয়ের হাতে গ্রেফতার

যশোর মণিরামপুর উপজেলা এলাকায় শহরের পুরাতন কসবা নিরিবিলি এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে রং মিস্ত্রী ও ড্রাইভার রাজিচ উদ্দিন(৪২) হত্যাকান্ডের প্রধান আসামী সেলিম পারভেজ ইকবলকে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ।

আটক সেলিম ভোলা জেলার লাল মোহন উপজেলার চরপাড়া গ্রামের বর্তমানে ডিএমপি ঢাকা লালবাগ থানার হোল্ডিং নং-৩,নগর বেলতী লেন,পেস্তা,১২১১,লালবাগ ঢাকা ব্যবসায়ী পার্টনার আইয়ূবের বাড়ির সাবলেট নিয়ে বসবাস কারি। গত ৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টা হতে ১১ মার্চের মধ্যে যেকোন সময় যশোর মণিরামপুর থানাধীন নেহালপুর ইউনিয়নের পাঁচকড়ি টেকেরঘাট গ্রামস্থ ব্রীজের অনুমান ১৫ হাত দক্ষিণে মহা-শশ্মানের পূর্ব পাশে মুক্তেশরী নদীর পাড়ে রাজিচ উদ্দিনকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে।

আসামী সেলিম পারভেজ ইকবল পেশায় একজন পুরাতন গাড়ী প্রাইভেট কার গাড়ী ও পিকআপ ব্যবসায়ী।জীবনে প্রথমে খুলনা শহরে পিতা মাতার সাথে অবস্থান কালে খুলনা এবং যশোর শহরে চলাফেরা করতো।সেই সুবাধে অভয়নগর থানায় ২০০৩ সালে ওহাব মার্ডার মামলার একমাত্র আসামী হিসেবে অভয়নগর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। জেল খানায় অবস্থান কালে রাজিচ উদ্দিন ফেনসিডিল মামলায় জেলহাজতে গেলে সেলিম পারভেজ ইকবলের সাথে পরিচয় ঘটে।এক পর্যায় তাদের মধ্যে বন্ধুত্ব ঘটে। দুই জনে ২০০৫ সালে একি সাথে জেল খানা থেকে বের হয়। দুইজন বের হয়ে পুরাতন গাড়ী কেনা বেচার ব্যবসায় নেমে পড়ে। এভাবে তারা পার্টনারশিপে ব্যবসা করে আসার এক পর্যায় রাজিচ উদ্দিন পার্টনার সেলিম পারভেজ ইকবলকে না জানিয়ে ১লাখ টাকায় প্রাইভেট কার গোপনে বিক্রি করে দেয়।এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।পরবর্তীতে কৌশলে রাজিচ উদ্দিনকে ডেকে নিয়ে উক্ত স্থানে নিয়ে হত্যা করে।নিহতর স্ত্রী বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করার পর মামলাটি পিবিআইকে তদন্ত দিলে পিবিআই গত ৩০ এপ্রিল দুপুর আড়াইটায় ঢাকা পশ্চিম ধানমন্ডি থেকে সেলিম পারভেজ ইকবালকে গ্রেফতার করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর