কুষ্টিয়ায় রমজানে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং টিমের অভিযান

রমজানে চাল, ডাল, তেল, মাছ, মাংশসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যে সহনীয় পর্যায়ে রাখতে মাঠে নেমেছে কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃক গঠিত বাজার মনিটরিং টিম।

আজ বৃহস্পতিবার সকাল থেকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহারের নের্তত্বে কুষ্টিয়ার বড় বাজার, পৌরবাজারসহ এনএস রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

দিনব্যাপী চলা অভিযানে বেশ কয়েকটি দোকানে জরিমানাসহ কয়েকজনকে আটক করা হয়েছে।অভিযানে নেতৃত্বদানকারী কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার জানান, রমজান মাসে বাজার নিয়ন্ত্রনে রাখতে এখন থেকে প্রতিদিনই বাজার মনিটরিং টিমের অভিযান চলবে।

এসময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীসহ জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা, বাজার মনিটরিং কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর