কুষ্টিয়ায় ফুটপাত উচ্ছেদ অভিযান ও জরিমানা

কুষ্টিয়ায় অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে এই সড়কের দু`পাশে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুসাব্বিরুল ইসলাম।

এর আগে ভাসমান অনেক দোকানদারকে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন ও পৌরসভা। কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরী জানান, শহরের ব্যস্ততম সড়ক মজমপুর থেকে বড় বাজার পর্যন্ত সড়কের দু`পাশে অবৈধভাবে যত্রতত্র ভাবে মালামাল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

কোন ভাবেই অবৈধভাবে এই সড়কের দোকানিরা ফুটপাত দখল করতে পারবে না। শহরের এন এস রোড এর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখলের অভিযোগে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর