আশুলিয়ায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার আশুলিয়ায় তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিঃ অভিযান চালিয়ে বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। বৃহস্পতিবার (২ মে) নরসিংহপুরে কুন্ডলবাগ (একে ক্যামিকেলস এর গলি)এলাকায় পরিচালিত অভিযানে এসময় অবৈধ সংযোগ নেয়ায় আনুমানিক প্রায় দুই হাজার বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করন অভিযানে তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক অংশগ্রহণ করেন। সংযোগ বিচ্ছিন্ন কালে ব্যবহার করা রাইজারগুলো এবং ব্যবহৃত গ্যাস পাইপও খুলে জব্দ করা হয়।

এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভারের সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। আজ আমরা আশুলিয়ার কুন্ডলবাগ এলাকায় সকাল থেকে অভিযান চালাচ্ছি। এসময় প্রায় ৬/৭ কিলোমিটার অবৈধ দুই ইঞ্চি বিতরণ লাইন পেয়ে তা বিচ্ছিন্ন করেছি। অবৈধ সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংযোগ বিছিন্নকালে এসময় উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, সহ-ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক মোঃ সাকিব সহ তিতাসের সংযোগ বিচ্ছিন্নকরণ কারিগরি টিমের সদস্যগণ।

অভিযান চলাকালে এসব এলাকায় আশুলিয়া থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছিলো।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর