বিশ্ববিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীদের গণবিবাহ উৎসব

প্রতিবছরের মত এবারো ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় শিক্ষার্থীদের গণবিবাহ উৎসব। ‘জান্নাত পর্যন্ত সহযাত্রী’ এই শিরোনামে ২২তম এই বিবাহ উৎসবে ৬০০ শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সমস্ত আয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পন্ন করে থাকে।

এতে শিক্ষার্থীদের ব্যক্তিগত কোনো খরচ করতে হয়না।

জানা গেছে, ইরানের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই সর্বোচ্চ ধর্মীয় নেতার তত্ত্বাবধানে একটি সংস্থা রয়েছে। যে সংস্থার মাধ্যমে প্রতিবছর শিক্ষার্থীরা বিনা খরচে গণবিবাহ উৎসবে রেজিস্ট্রেশন করার সুযোগ পেয়ে থাকেন।

এবছর এ উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। সমাজের জাঁকজমকপূর্ণ বিয়ের উৎসবের বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উৎসবে শিক্ষার্থীদের আগ্রহ অবাক করার মত।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর